বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে তিন ধরনের পদে অর্থাৎ অফিসার (ক্যাশ) পদে ১ হাজার ৭২০ জন, অফিসার (জেনারেল) পদে ১ হাজার ৭৬৩ জন এবং সিনিয়র অফিসার (জেনারেল) পদে ১ হাজার ৬৯ জনসহ মোট ৪ হাজার ৫৫২ জনকে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম: অফিসার (ক্যাশ)।
পদের সংখ্যা: ১৭২০টি। ৭টি ব্যাংকে এ পদে মোট ১ হাজার ৭২০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৯৯ জন, জনতা ব্যাংকে ১০৩৮ জন, অগ্রণী ব্যাংকে ৩০০ জন, রূপালী ব্যাংকে ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৩৪ জন ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ৪২ জনকে নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে একটিতে প্রথম শ্রেণি/সমমান থাকতে হবে। কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-
আবেদনপত্র জমা দেওয়া ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ৩০ জানুয়ারি ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেইজ সংগ্রহের শেষ তারিখ ও সময়: ২ ফেব্রুয়ারি ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন : https://erecruitment.bb.org.bd/career/dec212021_bscs_186.pdf
পদের নাম: অফিসার (জেনারেল)।
পদের সংখ্যা: ১৭৬৩টি। ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে এ পদে মোট ১ হাজার ৭৬৩ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ২২৭ জন, জনতা ব্যাংকে ১১৬২ জন, রূপালী ব্যাংকে ৮৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৭ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৬৩ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৭৭ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১৫ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৩ জন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে একটিতে প্রথম শ্রেণি/সমমান থাকতে হবে। কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/-
আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২২।
আবেদনপত্র জমা দেওয়া ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ২০ জানুয়ারি ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেইজ সংগ্রহের শেষ তারিখ ও সময়: ২৪ জানুয়ারি ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন : https://erecruitment.bb.org.bd/career/dec212021_bscs_185.pdf
পদের নাম: সিনিয়র অফিসার (জেনারেল)।
পদের সংখ্যা: ১০৬৯টি। ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে এ পদে মোট ১ হাজার ৬৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৪৩ জন, জনতা ব্যাংকে ১৯৭ জন, রূপালী ব্যাংকে ৬৮ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩৯ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২২ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৬২ জন, কর্মসংস্থান ব্যাংকে ৭ জন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণি/সমমান থাকতে হবে। কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/-
আবেদনপত্র জমা দেওয়া ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১৬ জানুয়ারি ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেইজ সংগ্রহের শেষ তারিখ ও সময়: ১৯ জানুয়ারি ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন : https://erecruitment.bb.org.bd/career/dec212021_bscs_184.pdf
বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ তারিখে সব প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি : একেকটি পদের জন্য আবেদন ফি ২০০ টাকা।
প্রতিটি পদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করার ঠিকানা : অনলাইন রেজিস্ট্রেশন https://erecruitment.bb.org.bd এ ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে ।