পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত একাধিক অস্থায়ী পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৭টি
আবেদন যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে ৪৫ ও ৭০ শব্দের গতি থাকতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস। বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর।
পদসংখ্যা: ৪টি
যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস। বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ট্রেসার।
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সিভিল ড্রাফটিংয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (ভকেশনাল) উত্তীর্ণ অথবা সিভিল ড্রাফটিংয়ে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০।
পদের নাম: সর্টার।
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এইচএসসি পাস ও তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ১৯টি
আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা: ২১ ডিসেম্বর ২০২১ তারিখে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ও ট্রেসার পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; সর্টার ও অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি হিসেবে জমা দিতে হবে।
যেভাবে আবেদন : পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন করে সাহায্য নেওয়া যাবে।
আবেদনের সময়: আগামী ১০ জানুয়ারি, ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।