সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের ২৭ মে মাসে হতে পারে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. ‘দুহাত যার সমানে চলে ’- এর বাক্যসংকোচন কোনটি?

ক. দেহাতি খ. সব্যসাচি গ. সব্যসাচী ঘ. দোহতি

উত্তর: গ. সব্যসাচী।

২. ‘গৌরচন্দ্রিকা ’বাগধারাটির অর্থ কী?

ক. ভূমিকা খ. মূলবিষয় গ. উপসংহার ঘ. সারাংশ

উত্তর: ক. ভূমিকা।

৩. কোনটি দেশি শব্দ?

ক. পেঁপে খ. আসন গ. চেহারা ঘ. ঢেঁকি

উত্তর: ঘ. ঢেঁকি।

৪. ‘বীজন’ শব্দের  অর্থ কী?

ক. পাখা খ. জনহীন গ. মন্দজান ঘ. বীজবপন

উত্তর: ক. পাখা।

৫. নিষ্পত্তি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. নিঃ+পত্তি খ. নিষ+পত্তি গ. নিঃ+স্পত্তি ঘ. নিস+ পত্তি

উত্তর: ক. নিঃ+পত্তি।

৬. নিচের কোনটি সমাস নিস্পন্ন শব্দের উদাহরণ?

ক. নিবাস খ. বড়াই গ. মনমাঝি ঘ. ছাত্রকে

উত্তর: গ. মনমাঝি।

৭. উচ্চরণ স্থানের নামানুসারে ব্যঞ্জণ ধ্বনিগুলো কত ভাগে বিভক্ত?

ক.৫ ভাগে খ.৮ ভাগে গ.৭ খাগে ঘ.৪ ভাগে

উত্তর: ক.৫ ভাগে।

৮. ‘নয়নচারা কোন শ্রেণির রচনা?

ক.গল্প খ. উপন্যাস গ.কাব্য ঘ.নাটক

উত্তর: ক. গল্প।

৯. বাংলা ভাষার বহুল প্রচলিত অভিধান ‘চলন্তিকা’এর প্রণেতা কে?

ক.কাজী আব্দুল ওদুদ খ.হরিচরণ বন্দ্যোপাধ্যয় গ.সুবলচন্দ্র মিত্র ঘ.রাজশেখর বসু

উত্তর: ঘ. রাজশেখর বসু

১০. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?

ক.মধ্যেযুগ খ.প্রচীন যুগ গ.প্রগৈতিহাসিক যুগ ঘ.আধুসিত যুগ

উত্তর: ক. মধ্য যুগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে