জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে (এনএপিডি) ২টি প্রশিক্ষণ কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্স ২টি হলো-

কোর্সের নাম: Post Gtsduate Diploma in ICT for  Development (PGDICT4D)।

কোর্সের মেয়াদ : ১ বছর (জানুয়ারি–ডিসেম্বর, ২০২২)

ক্লাসের সময়সূচি: সান্ধ্যকালীন (সপ্তাহে ৩ দিন)

কোর্স ফি : ভ্যাট ও আয়কর ছাড়া ৭৫০০০ টাকা (বেসরকারি প্রার্থীরা প্রয়োজনে ১ম কিস্তি ৪০,০০০ টাকা, ২য় কিস্তি ৩৫,০০০ টাকা পরিশোধ  করতে পারবেন)

প্রশিক্ষণার্থীর পর্যায়: সরকারি ,আধাসরকারি ,স্বায়ত্তশাসিত এবং বেসরকারি।

শিক্ষগত যোগ্যতা : ডিগ্রি/স্নাতক/সমমান।

বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ : মোবাইল : ০১৮১৬-২৬৪০৪৬

কোর্সের নাম : Post Gtsduate Diploma in Development Planning (PGDDP)।

কোর্সের মেয়াদ : ১ বছর (জানুয়ারি–ডিসেম্বর, ২০২২)

ক্লাসের সময়সূচি: সান্ধ্যকালীন (সপ্তাহে ৩ দিন)

কোর্স ফি : ভ্যাট ও আয়কর ছাড়া ৬৫০০০ টাকা (বেসরকারি প্রার্থীরা প্রয়োজনে ১ম কিস্তি  ৪০,০০০ টাকা, ২য় কিস্তি ২৫,০০০ টাকা পরিশোধ  করতে পারবেন)

প্রশিক্ষণার্থীর পর্যায়: সরকারি , আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি।

শিক্ষগত যোগ্যতা : ডিগ্রি/স্নাতক /সমমান।

বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ : মোবাইল : ০১৭১৭১৬০৪০৮

বিস্তারিত তথ্য জানতে : www.napd.gov.bd

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে