সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের মে মাসে হতে পারে।কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়বলী’ থেকে ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?

ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি গ. প্রধান বিচারপতি ঘ. স্পিলকার

উত্তর: খ. রাষ্ট্রপতি।

২.বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরষ্কার সম্মাননা পেয়েছেন?

ক. হামিদুর রহমান খ. নভেরা আহমদ গ. জুলফিকার আলী খান ঘ. ফজলুর রহমান খান

উত্তর: ঘ. ফজলুর রহমান খান।

৩. পরী বিবি কে ছিলেন?

ক. আওঙ্গজেবের কন্যা খ. মুর্শিদকুলি খানের স্ত্রী গ. শায়েস্তাখানের কন্যা ঘ. আজিমুসশানের মাতা

উত্তর: গ. শায়েস্তাখেনের কন্যা।

৪. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

ক. রামপাল খ. ধর্মপাল গ. চন্দ্রগুপ্ত মৌর্য ঘ. আদিশুর

উত্তর: খ. ধর্মপাল।

৫. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?

ক. চট্টগ্রাম খ. ভোলা গ. কক্সবাজার ঘ. পটুয়াখালী

উত্তর: গ.কক্সবাজার।

৬. কে গণিতবিদ নন?

ক. ওমর  খ. আল -খারাজমী গ. উলুগ বেগ  ঘ. ইবনে খলদুন

উত্তর: ঘ.ইবনে খলদুন।

৭. অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী খ. একে ফজলুল হক গ. আবুল কাশেম ঘ. খাজা নাজিমউদ্দীন

উত্তর: ক.হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

৮. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

ক. ১৬ ডিসেম্বর খ. ৭ মার্চ গ. ২৬ মার্চ ঘ. ২১ ফেব্রুয়ারি

উত্তর: গ. ২৬ মার্চ।

৯. ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

ক. দার্জিলিং খ. কোলকাতা গ. নয়াদিল্লি ঘ. ঢাকা

উত্তর: গ. নয়াদিল্লি।

১০. বাংলাদেশের কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?

ক. ১৯৫৫সালে খ.১৯৫৭ সালে গ.১৯৬৭ সালে ঘ. ১৯৭২ সালে

উত্তর: খ. ১৯৫৭ সালে।

১১. সংসদ ভবনের স্থাপতি কে?

ক. মাজহারুল হক খ. লুই আই কান গ. নভেরা আহমদ ঘ. এফ আর খান

উত্তর: খ. লুই আই কান।

১২. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?

ক.১২৫৫ খ্রিষ্টাব্দেখ. ১৯০৫  খ্রিষ্টাব্দে   গ.১৬১০  খ্রিষ্টাব্দে ঘ. ১৯৪৭  খ্রিষ্টাব্দে

উত্তর: গ. ১৬১০  খ্রিষ্টাব্দে।

১৩. যমুনা সেতুর পিলার কয়টি?

ক. ৫০ টি খ. ৭৫ টি গ. ৫৯ টি ঘ. ৪৫ টি

উত্তর: ক.৫০ টি।

১৪. বাংলার প্রচীনতম জায়গা কোনটি?

ক.সোনারগাওঁ খ.পুণ্ড্র গ.গোপালগঞ্জ ঘ.বিক্রামপুর

উত্তর: খ. পুণ্ড্র।

১৫.বাংলার ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?

ক. তিতুমীর খ. হাজী শরীয়ত উল্লাহ গ. হাজী মোহাম্মাদ মহাসীন ঘ. হাজী মোহাম্মাদ দানেশ

উত্তর: খ. হাজী শরীয়ত উল্লাহ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে