সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের মে মাসে হতে পারে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১.‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?

ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায় খ. সুকুমার সেন গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ঘ.মুহাম্মদ এনামুল হক

২. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?

ক. শেষের কবিতা খ. বলাকা গ. ডাকঘর ঘ. কালান্তর

৩. কাজী নজরুল ইসলামের সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন ধরনের প্রকাশনা?

ক. কবিতা খ. উপন্যাস গ. পত্রিকা ঘ. ছোটগল্প

৪.জসীম্উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ক. রাখালী খ. সোজন বাদিয়ার ঘাট গ. নকশীকাঁথার মাঠ ঘ. বালুচর

৫.‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?

ক. হাসান হাফিজুর রহমান খ. আনোয়ার পাশা গ. শহীদুল্লাহ কায়সার ঘ. জহির রায়হান

৬.  ‘হুলিয়া’ কবিতাটির রচয়িতা কে?

ক. হুমায়ূন আহমেদ খ. আবুল হাসান গ. হুমায়ুন আজাদ ঘ. নির্মলেন্দু গুণ

৭.উৎকর্ষতা’কি কারণে অশুদ্ধ?

ক. সন্ধিজনিত খ. প্রত্যয়জনিত গ. বিভক্তিজনিত ঘ. উপসর্গজনিত

৮.কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

ক. মৃত্যুক্ষুধা খ. আলেয়া গ. ঝিলমিলি ঘ. মধুমালা

৯. ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?

ক. কাব্য খ. নাটক গ. উপন্যাস ঘ. প্রবন্ধ

১০. নিচের কোনটি সঠিক?

ক. সোজন বাদিয়ার ঘাটে ( উপন্যাস)  খ. কাঁদো নদী কাঁদো ( কাব্য)

গ. বহিপীর (নাটক) ঘ. মহাশ্মশান (নাটক)

উত্তর : ১.গ, ২.ক, ৩. গ, ৪. ক, ৫.খ,৬.ঘ, ৭.খ, ৮.ক,  ৯. ক, ১০.গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে