গ্লোবাল ইসলামী ব্যাংকে প্রবেশনারী অফিসার পদে লোক নিয়োগ দান করা হবে।
পদের নাম : প্রবেশনারী অফিসার।
আবেদনের যোগ্যতা : এমবিএ/এমবিএম/ যেকোনো বিষয়ে ৪ বছরের অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অথবা বিএসসি ইন সিএসই, বিএসসি ইন ইইই, বিএসসি ইন ইটিই ডিগ্রি। শিক্ষা জীবনের সব পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণী থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫এর মধ্যে ন্যূনতম জিপিএ-৪ এবং অনার্স ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষায় সিজিপিএ-৪ স্কেলের মধ্যে ন্যূনতম সিজিপিএ-৩ অথবা সিজিপিএ-৫ স্কেলের মধ্যে ন্যূনতম সিজিপিএ-৩.৭৫ থাকতে হবে।
বেতন স্কেল : প্রবেশনারী অফিসার পদে ১ বছরের প্রবেশন সময়কালে নিয়োগপ্রাপ্তদের মাসিক কনসোলেটেড বেতন ৪৮০০০ টাকা।
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো জায়গায়।
আবেদনের শেষ তারিখ : ১৩ জানুয়ারি, ২০২২।
অনলাইনে আবেদন করার ঠিকানা : প্রার্থীদের গ্লোবাল ইসলামী ব্যাংকের https://career.globalislamibankbd.com/ ওয়েবসাইটে আবেদন করতে হবে।