ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : প্রবেশনারি অফিসার।
পদের সংখ্যা : নির্ধারিত না।
আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস। প্রার্থীদের অবশ্যই তিনটি প্রথম শ্রেণির ডিগ্রি থাকতে হবে। একাডেমিক কোন পর্যায়ে তৃতীয় বিভাগ থাকলে গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি প্রত্যেক প্রার্থীকে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন : প্রবেশনকালিন বেতন ৩৫০০০ হাজার টাকা। প্রবেশন পিরিয়ড শেষে বেতন ৪৬০০০ টাকা।
পদের নাম : জুনিয়র অফিসার (জেনারেল/ ক্যাশ)।
পদের সংখ্যা : নির্ধারিত না
আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে মাস্টার্স পাস। তবে ক্যাশ অফিসারের জন্য যেকোনো বিষয় অনার্স পাস হলেই চলবে। সিজিপিএ কমপক্ষে সিজিপিএ ২.২৫ থাকতে হবে। এক্ষেত্রেও তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার চালনায় দক্ষতা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন : প্রবেশনকালিন বেতন ১৭৩০০ টাকা। প্রবেশনকাল শেষে ২৯৯০০ টাকা।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই ঠিকানায় https://www.nblbd.com/about/career।
আবেদনের শেষ তারিখ : ১৭ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।