অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী কাস্টম হাউজ আইসিডিতে ৮ ধরনের পদে ২২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম : কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ গতি থাকতে হবে।
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০/-
পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁট-লিপিতে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ গতি থাকতে হবে।
বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০/-
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ গতি থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ৫টি।
আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে ২০ ও ২৫ শব্দ গতি থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : টেলিফোন অপারেটর।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমানের পাস। সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০/-
পদের নাম : সিপাই।
পদের সংখ্যা : ৫টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পাস। পুরুষ প্রার্থীর উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলা প্রার্থীর উচ্চতা : ৫ ফুট ২ ইঞ্চি।
বেতন স্কেল : ৯০০০-২১৮০০/-
উপরোক্ত ৬টি পদে যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও সিলেট জেলা ছাড়া অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ৬টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
পদের নাম : নৈশ প্রহরী।
পদের সংখ্যা : ১টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস ও সু-স্বাস্থ্যের অধিকারী হবে।
বেতন স্কেল : ৮২৫০-২০০১০/-
উপরোক্ত ২টি পদে যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : ঢাকা, নারায়ণগঞ্জ ও ঝালকাঠি জেলা ছাড়া অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা : প্রার্থীদের বয়স ১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে কমপক্ষে ১৮ বছর এবং ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩২ বছর তারাও আবেদনের যোগ্য।
অনলাইনে আবেদনপত্র পূরণ করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা http://chicd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ১ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ ডিসেম্বর ২০২১, রাত ১২টা পর্যন্ত।