সুপ্রিয় ৪৪তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। চলতি মাসের মধ্যে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়ার কথা রয়েছে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. কোন উপসর্গটি ভিন্নার্থে  প্রযুক্ত?

ক.উপনেতা   খ.উপভোগ  গ.উপগ্রহ  ঘ. উপসাগর

২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে-

ক. বৈকুণ্ঠের খাতা  খ.জামাই বারিক  গ. বিবাহ-বিভ্রাট  ঘ. হিতে বিপরীতে

৩. মীর মশারফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে-

ক. গাজী মিয়াঁর বস্তানী  খ. আলালের ঘরে দুলাল  গ. হুতোম প্যাঁচার নক্সা  ঘ. কলিকাতা কমলালয়

৪. ‘বেদান্তগ্রন্থ’ ও ‘বেদান্তসার’ কার রচনা?

ক. রাজা রামমোহন রায় খ. রামরাম বসু গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঘ. গোলকনাথ শর্মা

৫. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা?

ক. আমজাত হোসেন  খ. হুমায়ূন আহমেদ  গ. সৈয়দ শামসুল হক ঘ. শওকত ওসমান

৬. ‘জীবন থেকে নেওয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?

ক. আমজাদ হোসন খ. জহির রায়হান গ. আলমগীর  ঘ. সুভাষ দত্ত

৭. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

ক. করেছিলাম খ. করেছি  গ.করব  ঘ.করছি

৮. জীবনান্দ দাশকে ‘নির্জনতম কবি ’ বলে অখ্যায়িত করেন কে?

ক. বিষ্ণু দে খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. বুদ্ধদের বসু ঘ. সৈয়দ শামসুল হক

৯.‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?

ক. তামসিক  খ.পান- ব্যাবসায়ী  গ. বারুই  ঘ. পর্ণকার

১০. বিভক্তনাম- শব্দকে কী বলে?

ক. প্রাতিপদিক খ. মৌলিক শব্দ গ. কৃদন্ত শব্দ ঘ.নাম  পদ

উত্তর: ১.খ, ২. ক, ৩. ক,  ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. ক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে