সুপ্রিয় ৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো । লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী ডিসেম্বর সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারদের জন্য ৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের লিখিত পরীক্ষার  সিলেবাস ও দরকারী পরামর্শ নিয়ে আলোচনা করা হলো।

বাংলা দ্বিতীয় পত্র

৪১ তম বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষার্থীদের ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।  বাংলা বিষয়ে প্রচুর লিখতে হয়, কিন্তু নম্বর ওঠে কম। তবে  আপনার লেখা যদি পরিষ্কার ও তথ্যবহুল হয়, তাহলে পরীক্ষক অবশ্যই আপনার খাতা মূল্যায়ন করবে। তবে লেখায় প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় সব তথ্য থাকতে হবে। অনেকের উত্তরপত্রে তথ্য কম, একই কথার পুনরাবৃত্তি ও বানান ভুল এবং ভুল তথ্য থাকে। এ ধরনের উত্তর নম্বর কমিয়ে দেয়। ভুল বাক্য, যতি চিহ্নের সঠিক ব্যবহার না থাকলে নম্বর কম দেন পরীক্ষক। নম্বরের সাথে উত্তর লেখার পরিধি, আপডেট তথ্য ও প্রাসঙ্গিক বিষয় আপনাকে বেশি নম্বর পেতে সাহায্য করবে।

বাংলা বিষয়ে বেশি নম্বর পেতে হাতের লেখা ও উপস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আপনার হাতের লেখা সুন্দর ও স্পষ্ট হতে হবে। তবে পরীক্ষক আপনার খাতা পড়তে পারলেই হবে। লেখায় অতিরিক্ত কাটাকাটি না করাই ভালো। বাংলা বিষয়কে সহজ ভাববেন না। তাহলে দেখবেন সাফল্য আসবেই।

লিখিত পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে যেসব বিষয় গুরুত্ব দিয়ে পড়বেন তা হলো-

অনুবাদ (ইংরেজি থেকে বাংলা)

লিখিত পরীক্ষায় অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) লিখনে ১৫ নম্বর থাকবে। এখানে ইংরেজিতে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে সেটি বাংলায় অনুবাদ করতে হবে। অনুবাদ কমন পড়ার সম্ভবনা কম। এ ছাড়া অনেক পরীক্ষার্থীর কাছে অনুবাদ কঠিন মনে হয়। তবে আপনি যদি প্রতিদিন যেকোনো ইংরেজি এবং বাংলা পত্রিকার একটি আর্টিকেল আর সম্পাদকীয় থেকে একটি আর্টিকেল ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদের চর্চা করেন, তাহলে উপকার পাবেন। এতে আপনার অনুবাদ লিখনের প্রস্তুতি হয়ে যাবে। যদি আপনার ইংরেজি বিষয়ে দখল থাকে ভালো থাকে, তবে আপনি সহজে অনুবাদ করতে পারবেন।

কাল্পনিক সংলাপ

লিখিত পরীক্ষায় কাল্পনিক সংলাপ লিখনে থাকবে ১৫ নম্বর। এ অংশে  যেকোনো একটি বিষয় সম্পর্কে দু’জনের মধ্যে সংলাপ লিখতে হয়। প্রার্থীর চিন্তন দক্ষতাকে কাজে লাগিয়ে উত্তর করতে হয়। কাল্পনিক সংলাপের জন্য দৈনিক পত্রিকার গোলটেবিল বৈঠকগুলোর বিশেষ পাতা, টেলিভিশনের বিভিন্ন টক শো, বাজারে পাওয়া  গাইড বই থেকে বিভিন্ন টপিক সম্পর্কে ধারণা নিন।

উদাহরণস্বরূপ আন্তর্জাতিক অঙ্গনে চীনের ক্রসবর্ধমান প্রভাব প্রতিরোধে অকাসের পদক্ষেপের কার্যকারিতা এবং তা থেকে বিশ্ব-রাজনীতিতে উদ্ভূত সম্ভবনাময় সংকট নিয়ে দুই রাজনীতি বিশ্লেষকের মধ্যে সংলাপ সম্পর্কে লিখুন ।

উদাহরণস্বরূপ সম্প্রতি আফগাননিস্তানে তালেবানের ক্ষমতা দখল,বৈশ্বিক ভূ-রাজনীতিতে এর প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ  সম্পর্কে লিখুন ।

পত্র লিখন

লিখিত পরীক্ষায় পত্র লিখনে থাকবে ১৫ নম্বর। এ অংশে সাধাণত দু‘টি বিষয়ে পত্র থাকে, যেকোনো একটি বিষয়ে পত্র লিখতে হবে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ব্যকরণ বই থেকে সবগুলো পত্র লিখন পড়তে পারেন।

উদাহরণস্বরূপ কোভিড পরিস্থিতির জন্য বাংলাদেশের শিক্ষাঙ্গনের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা জানিয়ে আপনার আমেরিকা প্রবাসী ভাইয়ের কাছে একটি পত্র লিখুন।

গ্রন্থ সমালোচনা

লিখিত পরীক্ষায় গ্রন্থ সমালোচনায় থাকবে ১৫ নম্বর। প্রশ্নে একটি সাধারণ প্রশ্ন থাকে সেটির উত্তর দিতে হয়। গ্রন্থ সমালোচনার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, নাটক ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, বাঙালির ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক গ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুর , কাজী নজরুল ইসলাম ,শামসুর রহমান প্রমুখ কবিদের গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বিভৃতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখদের রচিত গ্রন্থসমূহের সমালোচনা পড়লে আপনি এ ধরনের প্রশ্নের উত্তর করতে পারবেন।

রচনা

লিখিত পরীক্ষায় রচনায় থাকবে ৪০ নম্বর। এ প্রশ্নে সাধারণত ৫টি বিষয় থেকে যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ বা রচনা লিখতে হয়। সমসাময়িক কোনো ইস্যু, জাতীয় সমস্যা ও সমাধান, সাহিত্য ও সংস্কৃতি, তথ্য-প্রযুক্তি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিল্প-বাণিজ্য-অর্থনীতি , সামাজিক ও বৈশ্বিক সমস্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, সাম্প্রতিক বিষয় সম্পর্কিত রচনা বা প্রবন্ধ লিখন আসতে পারে। রচনায়  যত বেশি প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত দিয়ে লিখবেন, ততই ভালো। রচনায় পূর্ণ নম্বর পাওয়ার জন্য দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকীয় পাতা নিয়মিত পড়তে পারেন। এ ছাড়া বিষয় ধরে ধরে নিজে নিজে রচনা লেখার অভ্যাসও করুন। দেখবেন ভালো ফল পাবেন।

উদাহরণস্বরূপ সাইবার অপরাধ, বিশ্ব রাজনীতেত মার্কিনদের জয়-পরাজয়, কোভিড-১৯-এর ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী প্রভাব, বার্ধক্য ও বৃদ্ধাশ্রম, সংস্কৃতির বিশ্বয়ন ও এর প্রভাব সম্পর্কিত রচনা বা প্রবন্ধ লিখন আসতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে