ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদের এমসিকিউ পরীক্ষার সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (২১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের ১০০ নম্বরের এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা আগামী ৩ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদের ১০০ নম্বরের এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার লালমাটিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রবেশপত্র ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা পরীক্ষা শুরুর আগপর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।