পুলিশ বাহিনীর উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) পদের নিয়োগ পরীক্ষা পেছানো হয়েছে। অনিবার্য কারণে পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআই পদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের এ পরীক্ষা দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে। আর লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিসিএস লিখিত পরীক্ষা ও এসআই নিয়োগ পরীক্ষার সূচি একই সময়ে হওয়ায় পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এসআই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এসআই পরীক্ষা নেওয়া হবে।