বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন-এর নেতৃত্বে ইউজিসি’র ২ সদস্যের একটি টিম গত ০৭ নভেম্বর ২০২১ তারিখে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার দক্ষিণ কুশলীতে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউজিসি সদস্য প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সাথে বিদ্যমান অবকাঠামো ও সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শন কমিটির সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলাম শেখ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) সুমন চক্রবর্তী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন টিমের অন্যান্য সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন করেন।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’ এর ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে পূর্বাচল প্রকল্প এলাকায় ভূমি বরাদ্দের প্রয়োজনীয়তার বিষয়ে মতামত সম্বলিত প্রতিবেদন দাখিলের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষ কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসনকে আহবায়ক এবং কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলামকে সদস্য সচিব করে দুই সদস্যের একটি কমিটি গঠন করে। উক্ত বিষয়ে মতামত প্রদানের অংশ হিসেবে ইউজিসি প্রতিনিধি দল মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট সরেজমিনে পরিদর্শন করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে