বাংলাদেশ রেলওয়ের ‘সহকারী স্টেশনমাস্টার’ পদে নিয়োগের ক্ষেত্রে সংশোধনী প্রকাশ করা হয়েছে। আগে পদ ছিল ২৩৫টি। এখন সেটি বাড়িয়ে ৫৬০টি করা হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে ঝালকাঠিবাসীরা আবেদন করতে পারেননি। তবে এবার দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভূক্ত স্থায়ী শূন্য পদ ‘সহকারী স্টেশন মাস্টার’ পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পদের নাম : সহকারী স্টেশন মাস্টার।
পদের সংখ্যা : ৫৬০টি।
আবেদনের যোগ্যতা : যেকোনো বিষয়ে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০/-
বয়সসীমা : ১ সেপ্টেম্বর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। ২৫ মার্চ ২০২০ তারিখে যে সব মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ৩২ বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য।
বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা www.railway.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে ও (http://br.teletalk.com.bd) ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তবে যে সব প্রার্থী আগে অনলাইনে আবেদনপত্র জমা দিয়েছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ২২ নভেম্বর ২০২১, বিকেল ৫টা পর্যন্ত।