পরিবেশ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গবেষণাগার সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নমুনা সংগ্রহকারী, এবং স্টোর কিপার পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।
এসব পদের লিখিত পরীক্ষা আগামী ২০ নভেম্বর ২০২১ বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার আসনবিন্যাসসহ বিস্তারিত তথ্য টেলিটকের মাধ্যমে এসএমএস ও পরিবেশ অধিদপ্তরের (http://www.doe.gov.bd) ওয়েবসাইটে যথাসময়ে পাওয়া যাবে।
বিস্তারিত জানতে নিচের লিংকের ক্লিক করুন: file:///C:/Users/DADA_MANTOL/Downloads/2021-11-04-06-57-ab05ea1d69e63a8f93f2c5df4bbc114d.pdf