১। ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের
উত্তর: UNIIMOG
২। গণতন্ত্র দিবস
উত্তর: ১৫ সেপ্টম্বর
৩। টি আই এর প্রধান কার্যালয়
উত্তর: জার্মানি
৪। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ
উত্তর: মিং ক্লাস
৫। জিবুতি দেশটি কোথায়
উত্তর: এডেন উপসাগরের পাশে
৬। জাতিসংঘের সংস্থা নয়
উত্তর: আসিয়ান আঞ্চলিক ফোরাম
৭। UNFCCC মূল আলোচ্য বিষয়
উত্তর: গ্রিন হাউস গ্যাসের নি:সরণ ও প্রশমন
৮। Word development Report
উত্তর: বিশ্ব ব্যাংক
৯। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা
উত্তর: ইন্দোনেশিয়া । ব্যাডমিন্টন মালয়েশিয়ার জনপ্রিয় খেলা, তবে জাতীয় খেলা নয়। বাংলাদেশে যেমন ক্রিকেট জনপ্রিয় কিন্তু কাবাডি জাতীয় খেলা তেমন বিষয়টা।
১০। লেডি উইথ দ্য ল্যাম্প
উত্তর: ফ্লোরেন্স নাইটিঙ্গেল
১১। মিয়ানমারের নির্বাসিত সরকার
উত্তর: ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট—এনইউজি
১২। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়
উত্তর: কম্বোডিয়া
১৩। নাথু লা পাস কোন দুটি দেশকে
উত্তর: ভারত –চীন
১৪। বাংলাদেশের কোনটির সদস্য নয়
উত্তর: OAS
১৫। আকাবা একটি
উত্তর: সমুদ্র বন্দর
১৬। ট্রাফাগাল স্কয়ার
উত্তর: ইংল্যান্ডের সেন্ট্রাল লন্ডনে
১৭। মায়া সভ্যতা
উত্তর: মধ্য আমেরিকায়
১৮। বিশ্ব মানবাধিকার দিবস
উত্তর: ১০ ডিসেম্বর
১৯। টেকসই উন্নয়নের লক্ষ্য
উত্তর: ১৭টি
২০। চীনের জিনিজিয়াং এর মুসলিম জনগোষ্ঠী
উত্তর: উইঘুর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে