সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

প্রশ্ন: ‘ব্রজবুলি একটি-

উত্তর: ভাষা।

প্রশ্ন: মর্সিয়াশব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?

উত্তর: আরবি।

প্রশ্ন:  বত্রিশ সিংহাসনএর রচয়িতা কে?

উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

প্রশ্ন: বাংলা সাহিত্যে ভাষায় রচিত প্রথম গ্রন্থ-

 উত্তর: বীরবলের হালখাতা।

প্রশ্ন:  বাংলা সাহিত্যেভোরের পাখিবলা হয় কাকে?

উত্তর: বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্ন: কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান?

উত্তর: ২১ বছর।

প্রশ্ন: কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেণ?

উত্তর: গীতাঞ্জলি।

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

উত্তর: দুর্গেশনন্দিনী।

প্রশ্ন: ণত্ব ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

উত্তর: ধ্বনিতত্ত্ব।

প্রশ্ন: ‘দোসরা’ তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর:  হিন্দি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে