বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন–ক্যাডারে দুইটি বিজ্ঞপ্তির মাধ্যমে রাজস্ব খাতে প্রায় সাড়ে তিন হাজার জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পিএসসি বিজ্ঞপ্তি নম্বর (৫৫-৭৯)-এর অধীনে ২০৫ জন এবং বিজ্ঞপ্তি নম্বর (৮০-১৪৭)-এর অধীনে ৩২৪৪ জনকে নিয়োগ দেবে।
আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট পদগুলোতে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা দেয়া আছে। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ২৮ অক্টোবর ২০২১, দুপুর ১২টা থেকে। আবেদন ফি জমা দেয়া যাবে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে।
অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় : ২৫ নভেম্বর ২০২১, সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিস্তারিত জানতে পিএসসির বিজ্ঞপ্তি নম্বর (৫৫-৭৯) ও বিজ্ঞপ্তি নম্বর (৮০-১৪৭) তে ক্লিক করুন: