পদের নাম: রিজিওনাল ম্যানেজার।
পদের সংখ্যা: ১০টি।
আবেদনের যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৯ বছর অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন (সর্ব সাকুল্যে): অস্থায়ী (২৮,০০০-৩০,৯০০) টাকা, স্থায়ী হলে (৩০,৩২০ -৩৩,২৩০) টাকা।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।
পদের সংখ্যা: ৪০টি।
আবেদনের যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৬ বছর অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ বছর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৮ বছর।
বেতন (সর্ব সাকুল্যে): অস্থায়ী (২৬,৬৫০-২৯,৪৫০) টাকা, স্থায়ী হলে (২৯,১৩০-৩১,৯৭০) টাকা
পদের নাম: লোন অফিসার।
পদের সংখ্যা: ৩০০টি।
আবেদনের যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর।
বেতন: প্রথম ২মাস প্রশিক্ষণ কাল (৯,০০০-১০,০০০) টাকা, এবং পরবর্তী ৪ মাস অস্থায়ী অবস্থায় (১৭,৭০০-১৯,৭৮২) টাকা, স্থায়ী হলে (১৯,৪৫০-২১,৫৫০) টাকা,
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২১।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : লোন অফিসার পদের জন্য আবেদনপত্র পরিচালক, এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নম্বর-২৬, রোড নম্বর-১১, সেক্টর-৪, উত্তরা ঢাকা বরাবরে এবং রিজিওনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য আবেদনপত্র পরিচালক, এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরীঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা বরাবরে পাঠাতে হবে।