ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিচের পদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম: কনসালটেন্ট, কার্ডিওলজি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি ডিগ্রীধারী। কার্ডিওলজি বিভাগে কোনো হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা এবং সব ধরনের কার্ডিয়াক ইন্টারভেনশনাল কাজে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: হাসপাতালের নির্ধারিত স্কেলে।
পদের নাম: কনাসালটেন্ট, নেফ্রোলজি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি ডিগ্রীধারী এবং কোনো হাসপাতালে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: হাসপাতালের নির্ধারিত স্কেলে।
পদের নাম: কনসালটেন্ট, বক্ষব্যাধি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি ডিগ্রীধারী এবং কোনো প্রতিষ্ঠিত হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ : ৩১ অক্টোবর, ২০২১।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : আগ্রহী প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত কপি, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ও পূর্ণ জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২৬/২, প্রিন্সিপাল আবুল কাশেম রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬ বরাবরে পাঠাতে হবে।