সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে ১৩টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কতটি?
উত্তর: ৮টি।
প্রশ্ন: ‘সুবচন নির্বাসনে ’ নাটকটির রচয়িতা কে?
উত্তর: আবদুল্লা আল মামুন।
প্রশ্ন: ‘জঙ্গম’ শব্দটির বিপরীতার্থক শব্দ কি?
উত্তর: স্থাবর।
প্রশ্ন: ‘তাপোবন’-এর সন্ধি বিচ্ছেদ –
উত্তর: তপঃ+ বন।
প্রশ্ন: ‘গৃহ’-এর সমর্থক কি?
উত্তর: নিবাস।
প্রশ্ন: ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: মাযহারুল ইসলাম।
প্রশ্ন: গ্রিক ট্রাজেডি ‘ ইডিপাস’ বাংলায় কে অনুবাদ করেন?
উত্তর: সৈয়দ আলী আহসান।
প্রশ্ন: বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
উত্তর: ২১ টি।
প্রশ্ন: ‘আনন্দ মঠ’ উপন্যাসের লেখক কে?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন: সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদ্হরণ?
উত্তর: অব্যয়ীভাব সমাস।
প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের ‘ বীরাঙ্গনা’ কাব্য কোন ধরনের কাব্য?
উত্তর: পত্রকাব্য।
প্রশ্ন: ‘শেষের কবিতা’ বইটি কোন ধরনের গ্রন্থ?
উত্তর: উপন্যাস।
প্রশ্ন: ‘গৌরচন্দ্রিকা’ বাগধারার অর্থ কী?
উত্তর: ভূমিকা।