মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর অধীনে প্রকল্প মেয়াদকালীন (জুলাই ২০২০-জুন ২০২৪ পর্যন্ত) সময়ে ‘সহকারী মৎস্য কর্মকর্তা’ পদে ২৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পদের নাম: সহকারী মৎস্য কর্মকর্তা।
পদের সংখ্যা: ২৯টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা ফিসারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে মৎস্য বিজ্ঞানে ৪ বছরের ডিপ্লোমা ডিগ্রি। প্রশিক্ষণ, ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সাকুল্যে বেতন ২৫,৫০০ টাকা।
বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদন ফরম সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা www.fisheries.gov.bd থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ও সময় : ২১ নভেম্বর ২০২১, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : আবেদনপত্র ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, কক্ষ নম্বর-৫১১, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে।