কর কমিশনার, কর অঞ্চল-১ ঢাকা’র অধীনে ৯ ধরনের শূন্য পদে মোট ৩৮ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য ঢাকা বিভাগের অন্তর্গত নিচে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ৪টি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/-
পদের নাম: সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসহ সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ এবং কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-
পদের নাম: উচ্চমান সহকারী।
পদের সংখ্যা: ৪টি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ৫টি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসহ সাঁট-লিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ এবং কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ৪টি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে দক্ষতাসহ কম্পিউটারে বাংলায় ও ইংরেজিতে টাইপিংয়ে গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: গাড়ী চালক।
পদের সংখ্যা: ৩টি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা সিভিল ডিভিশনের (ঢাকা বিভাগ) সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: নোটিশ সার্ভার।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ১২টি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদের সংখ্যা: ৩টি।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা সিভিল ডিভিশনের (ঢাকা বিভাগ) ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলা।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ঢাকা বিভাগের সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা http://tax1.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ২১ অক্টোবর ২০২১, সকাল ১০টা থেকে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ১০ নভেম্বর ২০২১, বিকাল ৫টা পর্যন্ত।