সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১৪টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

প্রশ্ন : বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর: বিটপী।

প্রশ্ন : ‘শূণ্যপুরাণ’ রচনা করেছেন কে?

উত্তর: রামাই পণ্ডিত।

প্রশ্ন : ‘পালামৌ ভ্রমণকাহিণীটি কার রচনা?

উত্তর: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন : ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?

উত্তর: দ্বন্দ্ব সমাস।

প্রশ্ন : কোনটি সাধিত শব্দ নয়?

উত্তর: গোলাপ।

প্রশ্ন : ‘দিবারত্রির কাব্য কার লেখা উপন্যাস?

উত্তর: মানিক বন্দোপাধ্যায়।

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?

উত্তর: পদ্মগোখরা।

প্রশ্ন : ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা?

উত্তর: মোহাম্মদ নজিবর রহমান।

প্রশ্ন : ভাষার ক্ষূদ্রতম একক কি?

উত্তর: ধ্বনি।

প্রশ্ন : মা ছিল না বলে  কেউ তার চুল বেঁধে দেয়নি।‘ এটি একটি-

উত্তর: সরল বাক্য।

প্রশ্ন : গাছপাথর বাগধারাটির অর্থ কি?

উত্তর: হিসাব-নিকাশ।

প্রশ্ন : ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?

উত্তর: আরেক ফাল্গুন।

প্রশ্ন : কোনটি মৌলিক শব্দ?

উত্তর: আকাশ।

প্রশ্ন : ‘বাংলাদেশে গ্রাম থিয়েটার’-এর প্রবর্তক কে?

উত্তর: সেলিম আল দীন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে