স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রাজস্ব/অস্থায়ী রাজস্ব খাতভূক্ত ৫০টি পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখান্ত আহ্বান করা হয়েছে।
পদের নাম: ক্যাশিয়ার।
পদের সংখ্যা: ৫০টি।
আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। নিয়ম অনুযায়ী নগদ জামানত দিতে হবে।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-
বয়স সীমা: ১৮ হতে ৩০ বছর। যে সব প্রার্থীর বয়স ১৮ নভেম্বর ২০২১ তারিখে ১৮ বছর পূর্ণ হবে এবং ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
অনলাইনে আবেদন করার ঠিকানা : প্রার্থীরা http://dphe.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ১৮ নভেম্বর ২০২১, বিকাল ৫টা পর্যন্ত।