কর কমিশনার, কর অঞ্চল-১০ ঢাকা’র অধীনে ৭ ধরনের শূন্য পদে মোট ৩৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য ঢাকা বিভাগের অন্তর্গত নিচে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
পদের নাম: উচ্চমান সহকারী।
পদের সংখ্যা: ৯টি।
আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ৫টি।
আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫, ইংরেজিতে ৭০ শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি পরিচালনায় দক্ষতাসহ টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ৫টি।
আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
পদের নাম: গাড়ি চালক।
পদের সংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
উপরোক্ত পদগুলোতে যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল।
পদের নাম: নোটিশ সার্ভার।
পদের সংখ্যা: ৫টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ৭টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদের সংখ্যা: ৭টি।
আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
উপরোক্ত পদগুলোতে যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল।
বয়সসীমা : যে সব প্রার্থীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তারাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
অনলাইনে আবেদন করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা http://tax10.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ১১ অক্টোবর ২০২১, সকাল ১০টা থেকে।
অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ অক্টোবর ২০২১, বিকাল ৫টা পর্যন্ত।