সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১৭টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
উত্তর: নাটকের সংলাপে।
প্রশ্ন : দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
উত্তর: ননদ।
প্রশ্ন : বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
উত্তর: প্রাতিপাদিক।
প্রশ্ন : ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে অববাচক বিশেষ্য বুঝায়?
উত্তর: আই।
প্রশ্ন : বচন অর্থ কি?
উত্তর: সংখ্যার ধারণা।
প্রশ্ন : মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ – বাক্য ‘মরি মরি’ কোন শ্রেণীর অব্যয়?
উত্তর: অনন্বয়ী।
প্রশ্ন : দোলনা শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
উত্তর: দুল্ + না।
প্রশ্ন : কৌশলে কার্যোদ্বার কোনটির অর্থ?
উত্তর: ধুরি মাছ না ছুঁই পানি।
উত্তর: গ্রাম।
উত্তর: তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র।
প্রশ্ন : ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে?
উত্তর: মুনীর চৌধুরী।
প্রশ্ন : পদ বলতে কি বুঝায়?
উত্তর: বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু।
প্রশ্ন : ‘বিষাদ-সিন্ধু’ কার রচনা?
উত্তর: মীর মশাররফ হোসেন।
প্রশ্ন : ‘ঠোঁট কাটা’ বলতে কি বুঝায়?
উত্তর: স্পষ্টভাষী।
প্রশ্ন : ‘ব্যাঙের সর্দি’- অর্থ কি?
উত্তর: অসম্ভব ঘটনা।
প্রশ্ন : ‘সংশপ্তক’ কার রচনা?
উত্তর: শহীদুল্লাহ কায়সার।
প্রশ্ন : ‘নদী ও নারী’ কার রচনা?
উত্তর: হুমায়ুন কবির।
Post Views:
৭২৬