সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘রসায়ন‘ বিষয় থেকে আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

রসায়ন

প্রশ্ন : বেনজিন অণুর কার্বন পরমাণুর সংকরায়ণ অবস্থা-

উত্তর : SP2

প্রশ্ন : কিউরিং প্রক্রিয়ায় অধিক ব্যবহৃত হয়-

উত্তর : NaCl।

প্রশ্ন : বজ্রপাতের সময় উৎপন্ন হয়-

উত্তর : NO2

প্রশ্ন : কক্ষ তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান-

উত্তর : 10-14

প্রশ্ন : পর্যায় সারণির আদর্শ মৌল বলা হয়-

উত্তর : দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলসমূহকে।

প্রশ্ন : পারমাণবিক চুল্লিতে যে ধরনের বিক্রিয়া সংঘটিত হয়-

উত্তর : নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া।

প্রশ্ন : উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা ও ঘনত্ব কমতে থাকে-

উত্তর : ট্রপোমণ্ডলে।

প্রশ্ন : মিথাইল অরেঞ্জ নির্দেশকের PH পরিসর-

উত্তর : ৩.১-৪.৪।

প্রশ্ন : বেনজিন বলয়ে ‍S ও P বন্ধন আছে-

উত্তর : 12s+3p

প্রশ্ন : 16g অক্সিজেন গ্যাসে অক্সিজেন অণুর সংখ্যা-

উত্তর : 3.011 x 1023 টি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে