সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১৩টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়?

উত্তর: চার্লস উইলকিনস।

প্রশ্ন : ভারতীয়দের মধ্যে প্রথম কে বাংলা ব্যাকারন রচনা করেন?

উত্তর: রামমোহন রায়।

প্রশ্ন : ‘গৌড়ীয় ব্যাকারণ’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: রাজা রামমোহন রায়।

প্রশ্ন : আধুনিক কালের চলিত ভাষার প্রবর্তক কে?

উত্তর: প্রমথ চৌধুরী ।

প্রশ্ন : বাংলা সাহিত্যের উন্নয়নে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি অবদান রাখে?

উত্তর: বাংলা একাডেমি।

প্রশ্ন : বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৯৫৫ সালে।

প্রশ্ন : ভাষার ইতিবৃত্ত বইটি কে লিখেছেনে?

উত্তর: ড. সুকুমার সেন।

প্রশ্ন : রাজা রামমোহন রায় কোন সমাজ প্রতিষ্ঠা করেন?

উত্তর:  ব্রাহ্মসমাজ  ।

প্রশ্ন : মেঘনাথবধ বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য, এর রচয়িতা কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন : আজীবন পুঁথি সংগ্রহ নিজেকে উৎসর্গ করেছিলেন কোন মুসলমান সাহিত্যিক?

উত্তর: আবদুল করিম সাহিত্য বিশারদ।

প্রশ্ন : ‘বীরাঙ্গনা’ মধুসূধন দত্ত রচিত মূলত-

উত্তর: পত্রকাব্য।

প্রশ্ন : উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কবে?

উত্তর: উপমহাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৪৯৮ সালে, গোয়ায়। এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণযন্ত্র।

প্রশ্ন : কোন বাঙালি প্রথম ‘বাংলা অক্ষর’ খোদাই করেন?

উত্তর: পঞ্চানন কর্মকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে