সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘পদার্থবিজ্ঞান‘ বিষয় থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

পদার্থবিজ্ঞান

প্রশ্ন :  দীপন ক্ষমতার একক হলো-

উত্তর : ক্যান্ডেলা।

প্রশ্ন : স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হলো-

উত্তর : হেনরি।

প্রশ্ন : কোনো ভৌত রাশির মাত্রার সংখ্যা কতটি?

উত্তর : একটি।

প্রশ্ন : নিউটনীয় বলবিদ্যার মূল স্বীকার্য কতটি?

উত্তর : ৩টি।

প্রশ্ন : একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য পূর্বের ২.২৫ গুণ বৃদ্ধি করা হলে এর বর্তমান দোলনকাল কত সেকেন্ড?

উত্তর : ৩ সেকেন্ড।

প্রশ্ন : বায়ুমণ্ডলে যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তা হলো-

উত্তর : সর্বোচ্চ-লাল বর্ণের, সর্বনিম্ন-বেগুনি বর্ণের।

প্রশ্ন : বায়ুমণ্ডলে যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তা হলো-

উত্তর : সর্বোচ্চ-লাল বর্ণের, সর্বনিম্ন-বেগুনি বর্ণের।

প্রশ্ন : আলোর গতিবেগ সর্বোচ্চ কোন স্থানে?

উত্তর : শূন্যস্থানে।

প্রশ্ন : একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের বিভব পার্থক্য আদি পার্থক্যের দ্বিগুণ হয়ে গেলে এই ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত শতাংশ বৃদ্ধি পাবে?

উত্তর : ৩০০ শতাংশ।

প্রশ্ন : বর্তনীতে একাধিক ধারককে শ্রেণিতে যুক্ত করলে তুল্য ধারকত্ব-

উত্তর : কমে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে