পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভূক্ত নিচের ২ ধরনের শূণ্য পদে মোট ২১ জনকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম: জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট।

পদের সংখ্যা: ৪টি।
আবেদনের যোগ্যতা: এইচএসসি/সমমান পরীক্ষায় পাস। উচ্চতা ১৬৩ সে.মি. ও বুকের মাপ ৭৬ সে.মি.।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০/-

পদের নাম: অফিস সহায়ক।

পদের সংখ্যা: ১৭টি।
আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-

বয়সসীমা : ২৫ মার্চ ২০২০ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে।

যে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও লক্ষীপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার ঠিকানা :  আগ্রহী প্রার্থীরা http://bfdctg.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ২৭ সেপ্টেম্বর ২০২১, সকাল ১০টা থেকে।

অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ২১ অক্টোবর ২০২১, বিকাল ৫টা পর্যন্ত।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে