সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান : বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলী‘ থেকে ১২টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

প্রশ্ন : গোলান মালভূমি সিরিয়ার কাছে থেকে ইসরায়েল দখল করে নিয়েছিল?

উত্তর: ১৯৬৭ সালে।

প্রশ্ন : ইসরায়েল রাষ্ট্রের রুপরেখা গড়ে ওঠে যার মাধ্যমে–

উত্তর : ‘বেলফোর ডিক্লারেশন’-এর মাধ্যমে

প্রশ্ন : আরব দেশগুলো পশ্চিমা বিশ্বের ওপর তেলঅস্ত্র প্রয়োগ করেছিল?

উত্তর : ১৯৭৩ সালে।

প্রশ্ন : USA, Japan, India & China- এর মধ্যে কোয়াড জোটের অংশীদার নয় কোন দেশ?

উত্তর: China।

প্রশ্ন : কোয়াড মূলত  কোন ধরনের জোট–

উত্তর: সামরিক জোট।

প্রশ্ন : প্রথমবারের মতো ২০১৬ সালে বাংলাদেশের প্রথম জিআই পন্য হিসেবে স্বীকৃতি পায়-

উত্তর: জামদানি।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের মোট স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্যের সংখ্যা-

উত্তর: ৯টি।

প্রশ্ন : ভারতের মোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যখাক্রমে –

উত্তর: ভারতের মোট রাজ্য ২৮টি ও কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি।

প্রশ্ন : পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী হওয়া মমতা ব্যানার্জির রাজনৈতিক দলের নাম কী?

উত্তর: তৃণমূল কংগ্রেস।

প্রশ্ন : চলতি বছর অস্কারে ( ৯৩ তম একাডেমি অ্যাওয়ার্ডাস ) সেরা মুভির পুরষ্কার জেতে কোন ছবিটি?

উত্তর: নোম্যাডল্যান্ড।

প্রশ্ন : মঙ্গল গ্রহে গমন করে নাসার কোন হেলিকপ্টার?

উত্তর: ইনজেনুইটি।

প্রশ্ন : মুক্ত গণমাধ্যম সূচক ২০২১-তে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: নরওয়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে