বাংলাদেশ ব্যাংকে  ‘সহকারী মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার’ পদে ১৪ জন ও ‘সহকারী প্রোগ্রামার’ পদে ২০ জনসহ মোট  ৩৪ জনকে নিয়োগ দেয়ার জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে পুনরায় দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম: সহকারী মেইনটিন্যান্স ইঞ্জিনিয়ার।

পদের সংখ্যা: ১৪টি। (কম/বেশি হতে পারে)

আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন সিস্টেমস  অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এসএসসি এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদের সংখ্যা: ২০টি।(কম/বেশি হতে পারে)
আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এসএসসি এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

বয়সসীমা :  উভয় পদের ক্ষেত্রে ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

অনলাইন আবেদন ফরম পূরণের ঠিকানা: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)– এ অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে  আবেদন করতে পারবে।

আবেদন ফরম পূরণ করে আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে