মেডিকেলের শিক্ষার্থীদের আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সমসাময়িক বিষয়াদি নিয়ে ২ সেপ্টেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।
তিনি বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরিস্থিতি বিবেচনা করে অনান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।