বাংলাদেশ রেলওয়ের নিচে বর্ণিত রাজস্ব খাতভূক্ত স্থায়ী শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম : সহকারী স্টেশন মাস্টার।

পদের সংখ্যা : ২৩৫টি।

আবেদনের যোগ্যতা : যেকোনো বিষয়ে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০/-

বয়সসীমা : ১ সেপ্টেম্বর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। ২৫ মার্চ ২০২০ তারিখে যে সব মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ৩২ বছর পূর্ণ হয়েছে  তারাও আবেদনের যোগ্য।

জেনে রাখুন : ঝালকাঠি জেলার প্রার্থী ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার ঠিকানা :  আগ্রহী প্রার্থীরা  www.railway.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে ও আবেদনপত্র পূরণ করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০টা থেকে।

অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ সময় : ৬ অক্টোবর ২০২১ বিকেল ৫টা পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে