বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ৫৬ জনকে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা : ৫৬টি।

আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ গতি থাকতে হবে।

বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

বয়সসীমা : ১৯ মে ২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীসা ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি  জমা দেয়ার শুরুর তারিখ ও সময় : ৮ আগস্ট ২০২১, সকাল ১০টা থেকে।

অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৭ সেপ্টেম্বর ২০২১, বিকাল ৫টা পর্যন্ত।

অনলাইনে আবেদনপত্র পূরণ করার ঠিকানা : আগ্রহী প্রার্থীরা বিআইডব্লিউটিসির (http://biwtc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২২৪ টাকা জমা দিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে