জীবন বীমা করপোরেশনে ৪ ধরনের শূন্য পদে ৮০ জনকে সরাসরি নিয়োগ দেয়া হবে।
পদের নাম: জুনিয়র অফিসার।
পদের সংখ্যা: ৮টি।
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: উচ্চমান সহকারী।
পদের সংখ্যা: ২টি।
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ৪৫টি।
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ২৫টি।
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের বয়সসীমা : ১ আগস্ট, ২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি জমা দেয়া : অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জুনিয়র অফিসার পদের জন্য ৫৬০ টাকা, উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ৩৪০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ২৩০ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ করার ঠিকানা : আগ্রহী প্রার্থীকে অনলাইনে http://jbc.teletalk.com.bd-এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ আগস্ট ২০২১, বিকেল ৫টা পর্যন্ত।