অধিকার টিভি ডেস্ক: সাউথ কোরিয়ার ন্যাশনাল ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ের টয়লেট ব্যবহার করলে আয় হবে ডিজিটাল কারেন্সি। বিশ্ববিদ্যালয় বীতি নামে পরিবেশবান্ধব শৌচাগারের তৈরি করেছেন আর্বান  অ্যান্ড এনভারলমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চো জায়-এয়না। চো জায়-এয়ানা টয়লেট ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখা যাবে। পরিবেশবান্ধব শৌচাগার বীতি তৈরি করে। পরিবেশবান্ধব শৌচাগার বীতিতে রয়েছে মলকে মাটির নিচে েএক ট্যাঙ্ক নিয়ে যাওয়ার ব্যবস্থা। আজ ট্যাঙ্কের পাশে রয়েছে ল্যাবরেটরি। মাটির নিচের মলের ট্যাঙ্ক থেকে তৈরি হবে মিথেন নামে গ্যাস যা ল্যাবরেটরিতে রাখা যন্ত্রের সাহায্যে মিথেন গ্যাস থেকে তৈরি হবে বিদ্যুৎ।

চো জায় এয়ান এর বাস্তব  অভিজ্ঞতায় বলেনকোন এক লোক একবার গড়ে ৫০০ গ্রামের মতো মলত্যাগ করেন। সেই মল দিয়ে ০.৫ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। যা দিয়ে অনায়াসে ১.২৫ কিলোমিটার পথ একটা গাড়ি চলতে পারে। মলের বিনিময় ভার্চুয়াল কারেন্সি তৈরি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের দোকান থেকে নিয়মিত নুডলস, বই, কলম খাতাসহ বিভিন্ন ধরনের ফল ও কপি কিনছেন।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একবার টয়লেটে গেলে আয় হয় ১০ জিগুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে