আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। গনমাধ্যকে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন ৷

রেল কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলাচল করবে। তবে ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে কম’বেশি হতে পারে এ বিশেষ ট্রেনের সংখ্যা। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে তিনটা ছেড়ে এসে ঢাকায় পৌঁছবে পরের দিন ভোর ৬টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে