ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে এসে মন্ত্রিসভায় বড় রদবদল করেছে। সরকারি সূত্রে জানা গেছে, এই রদবদলের ফলে মন্ত্রিসভায়  নতুন  ৪৩ জন  যুক্ত  হচ্ছেন।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা যেসব সদস্য পদত্যাগ করেছেন, যারা পদোন্নতি পাচ্ছেন ও নতুন যারা মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন – সে সম্পর্কিত তথ্য দিচ্ছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রকাশিত খবর অনুযায়ী, এখন পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে যারা পদত্যাগ করেছেন তারা হলেন-

১. হর্ষ বর্ধন (কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী)

২. বাবুল সুপ্রিয় (কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী)

৩, অশ্বিনী কুমার চৌবে (কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী)

-ADVERTISEMENT-

৪. রমেশ পোখরিয়াল নিশঙ্ক (কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী)

৫. সন্তোষ গাংওয়ার (কেন্দ্রীয় শ্রমমন্ত্রী)

৬. দেবশ্রী চৌধুরী ( কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী)

৭. রতন লাল কাটারিয়া (কেন্দ্রীয় জলশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী)

৮. সদানন্দ গৌড়া (কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী)

৯. থোয়ার চান্দ গেহলোট (সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী)

১১. প্রতাপ সারাঙ্গি (কেন্দ্রীয় পশুসম্পদ, মৎসসম্পদ, দুগ্ধ শিল্প ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগ বিষয়ক মন্ত্রী)

১২. রায় সাহেব দানবে পাটিল (কেন্দ্রীয় ভোক্তা, খাদ্য ও গণবণ্টন বিষয়ক প্রতিমন্ত্রী মন্ত্রী)

১৩. সঞ্জয় ধৌত্র (কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী)

বুধবার বিজেপির মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন ৪৩ জন নতুন সদস্য। তাদের মধ্যে এ পর্যন্ত ১৩ জনের নাম জানিয়েছে এনডিটিভি অনলাইন। এরা হলেন-

১. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

২. নারায়ণ রানে

৩. অনুপ্রিয়া প্যাটেল

৪. কপিল পাটিল

৫. মীণাক্ষী লেখি

৬. অজয় ভট্ট

৭. ভূপেন্দর যাদব

৮. সুনীতা দুগ্গাল

৯. পশুপতি পরশ

১০. ভারতী পাওয়ার

১১. অশ্বিনী বৈশ্বানভ

১২. শোভা করন্দালজে

এছাড়া নতুন মন্ত্রিসভায় পদোন্নতিও হচ্ছে অনেকের। এমন ৬ জনের নাম জানিয়েছে এনডিটিভি।

এরা হলেন-

১. অনুরাগ ঠাকুর (কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী)

২. পুরুষোত্তম রূপালা (কেন্দ্রীয় পঞ্চায়েত, কৃষি ও কৃষক কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী)

৩. কিরেন রিজিজু (কেন্দ্রীয় যুব, ক্রীড়া ও সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী)

৪. হরদীপ সিং পুরী (কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী)

৫. মানুষ মান্দব্য (বন্দর, নৌযান ও নৌচলাচল বিষয়ক কেন্দ্রী প্রতিমন্ত্রী)।

সূত্র: এনডিটিভি অনলাইন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে