প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় শততম বর্ষে পদার্পণ করে কোন মাসে?

উত্তর : ১ জুলাই।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

উত্তর : ১৯২১ সালের, ১ জুলাই।

প্রশ্ন : বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?

উত্তর : আইন বিভাগের।

প্রশ্ন : বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন?

উত্তর : বাংলা বিভাগের।

প্রশ্ন : বর্তমানে ঢাবিতে অনুষদ/ইনস্টিটিউট আছে কতটি?

উত্তর : ১৩টি(শুরুতে ছিল ৩টি)।

প্রশ্ন : বর্তমানে ঢাবিতে বিভাগ আছে-

উত্তর : ৮৪টি(শুরুতে ছিল ১২টি)।

প্রশ্ন : বর্তমানে ঢাবিতে শিক্ষক আছে কত জন?

উত্তর : ১৯৯২ (প্রতিষ্ঠাকালে ৬০ জন)।

প্রশ্ন : বর্তমানে ঢাবিতে শিক্ষার্থী আছে কত জন?

উত্তর : ৩৭,০১৮ জন(প্রতিষ্ঠাকালে ৮৭৭ জন)।

প্রশ্ন : বর্তমানে ঢাবিতে গবেষণাকেন্দ্র আছে-

উত্তর : ৫৬টি।

প্রশ্ন : প্রতিষ্ঠার সময় গঠিত কমিশনের নাম কী?

উত্তর :  নাথান কমিশন।

প্রশ্ন : নাথান কমিশন গঠিত হয়-

উত্তর : ১৯১২ সালে।

প্রশ্ন : ঢাবির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : সৈয়দ নওয়াব আলী চৌধুরী।

প্রশ্ন : ঢাবির আয়তন কত?

উত্তর : ৬০০ একর বা ২৪০ হেক্টর।

প্রশ্ন : ঢাবির প্রথম ছাত্রী-

উত্তর : লীলা নাগ।

প্রশ্ন : ঢাবির প্রথম মহিলা শিক্ষক-

উত্তর : করুণাকণা গুপ্তা(ইতিহাস বিভাগ)।

প্রশ্ন : ঢাবির প্রথম ভি.সি কে ছিলেন?

উত্তর : পি.জে. হার্টস।

প্রশ্ন : বর্তমান উপাচার্য কে?

উত্তর : প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।

প্রশ্ন : প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়?

উত্তর : ১৯২৩ সালে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে