এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
আতাউর রহমান সায়েম
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ ), আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা
সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজ তোমাদের বাংলা প্রথম পত্রের সহপাঠ ‘নাটক: সিরাজউদ্দৌলা’ থেকে ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. মোহাম্মদি বেগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল?
ক. দশ হাজার খ. আট হাজার
গ. ছয় হাজার ঘ. পাঁচ হাজার
২. ‘স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি’ বলতে কার কথা বোঝানো হয়েছে?
ক. নৌবে সিং খ. রাজবল্লভ
গ. জগৎশেঠ ঘ. রায়দুর্লভ
৩. ‘সিরাজউদ্দৌলা’ নাটকটির রচয়িতা কে?
ক. আবু হেনা মোস্তফা কামাল খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. দ্বিজেন্দ্রলাল রায় ঘ. সিকান্দার আবু জাফর
৪. সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করে স্মরণীয় হয়ে আছেন?
ক. দৈনিক ইনকিলাব
খ. দৈনিক যুগান্তর
গ. মাসিক মোহাম্মদি
ঘ. মাসিক সমকাল
৫. সিকান্দার আবু জাফরের পেশা কোনটি?
ক. শিক্ষকতা খ. ওকালতি
গ. সাংবাদিকতা ঘ. ব্যবসা
৬. ‘সিরাউদ্দৌলা’ নাটকের উল্লেখযোগ্য চরিত্র সংখ্যা কতটি?
ক. ২৫টি খ. ৩০টি
গ. ৩৫টি ঘ. ৩৯টি
৭. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে মোট কতটি অঙ্ক বিদ্যমান?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৮. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে মোট কতটি দৃশ্য রয়েছে?
ক. ৬টি খ. ৮টি গ. ১০টি ঘ. ১২টি
৯. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন অঙ্কে দৃশ্য সংখ্যা সর্বাধিক?
ক. প্রথম অঙ্কে খ. দ্বিতীয় অঙ্কে
গ. তৃতীয় অঙ্কে ঘ. চতুর্থ অঙ্কে
উত্তর : ১. ক, ২. ক, ৩. ঘ, ৪. ঘ, ৫. গ, ৬.ঘ, ৭. গ, ৮. ঘ, ৯. গ।