আজ ১৭ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, (শিক্ষা মন্ত্রণালয়) পিরোজপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে পিরোজপুর আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নতুন এই বিশ্ববিদ্যালয়টি ‘পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের লক্ষে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে পিরোজপুর সদর উপজেলার কদমতলায় জায়গা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়।

এই নিয়ে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় সংখ্যা দাঁড়ালো ৫০টি। (সূত্র: ইউজিসি ওয়েবসাইট)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে