দুই যুগ পর নিলামে তোলা হচ্ছে তার প্রিয় লাল রঙের টিশার্ট এবং মাথায় পড়া ব্যান্ড।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া শিবলি সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ সিনেমায় পড়ে অভিনয় করেছিলেন সালমান শাহ।মাথায় পড়া ব্যান্ডটি পড়ে অভিনয় করেছিলেন ‘শুধু তুমি’ সিনেমায় । মামুনুর রেজা মামুন নামে এক সালমান ভক্ত ১৯ বছর ধরে সংরক্ষণ করে রেখেছিলেন।কিন্ত কবে নাগাদ নিলাম তোলা হবে তা ঠিক করা হয়নি।
টিশার্ট ও মাথার ব্যান্ড কোথায় পেলেন জানতে চাইলে মামুনুর রেজা মামুন বলেন । সালমান শাহের একজন অন্ধ ভক্ত আমি ।সালমান শাহর মা নীলা আন্টি এবং তার বাবা কমর আঙকেলের সাথে দেখা করার জন্য তাদের বাসায় যাই।একটি কাগজের উপরে বাংলাদেশের মানচিত্রে চারদিকে সালমান শাহর ছোট ছোট ফটো বসিয়ে বাধাই করে সালমান এর মা বাবাকে উপহার দেই। তখনই থেকেই সম্পর্ক আরো ভালো হয়।’
প্রিয় নায়কের স্মৃতিচিহ্ন রাখার মতো কিছু তার ব্যবহার করা জিনিসপত্র দেওজন্ন একদিন আন্টিকে বললাম। তখন আন্টি রুমে গিয়ে আলমারি খুলে এই টিশার্ট আর ব্যান্ডগুলো আমাকে দেন।