এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. এবিএম রাশেদুল হাসান। গত ১ সেপ্টেম্বর তিনি যোগ দেন। এর আগে তিনি রাষ্ট্রপতি এবং এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চ্যান্সেলরের কাছ থেকে নিয়োগপ্রাপ্ত হন।
অধ্যাপক রাশেদুল হাসান এর আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি এর আগে এক্সিম ব্যাংক অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির ট্রেজারার এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রফেসর ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তিনি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) হিসেবেও দায়িত্ব পালন করেন।