চলতি মৌসুমে পিএসজির আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসি চার ম্যাচ খেলে চারটি গোল করেছেন। লিগ ওয়ানে লিলের বিপক্ষে গোল করে মেসি ছাড়িয়ে গেলেন ব্রাজিলীয় কিংবদন্তি রোমারিওকে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকসের (আইএফএফএইচএস) হিসাবে রোমারিওর ক্যারিয়ারের গোলসংখ্যা ৭৭২টি। লিলের বিপক্ষে মেসির গোলটি তাঁর ক্যারিয়ারের ৭৭৩তম।
রোমারিওর আগে মেসি গোলসংখ্যায় ছাড়িয়ে গিয়েছিলেন পেলেকেও (৭৬৭)। মেসির সামনে এখন আর দুজন। ৮১৫ গোল নিয়ে শীর্ষে রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আর দুইয়ে রয়েছেন জোসেফ বাইকান (৮০৫)।