সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো বিশ্বরেকর্ড গড়েছেন। টি–টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে পেয়েছেন ৬০০ উইকেট।
গত ১১ আগস্ট দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ওভাল ইনভিন্সিবলসের বিপক্ষে এই রেকর্ড ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। এই রেকর্ড ছুঁতে ব্রাভো ৫১৬ ইনিংসে বল করেছেন। ব্রাভো দ্য হান্ড্রেডের ওভালের ইনিংসের ২০তম বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শিকার করেন রাইলি রুশোকে। এরপর ইনিংসের ৮৯তম বলে অসাধারণ এক স্লোয়ারে ফেরান ওভালের ইংলিশ ব্যাটসম্যান স্যাম কারেনকে। ফলে প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি–টোয়েন্টিতে তিনি ছুঁয়ে ফেলেন ৬০০তম টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক।
স্বীকৃত টি–টোয়েন্টিতে ব্রাভোর পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনারের সংগ্রহ এখন পর্যন্ত ৪৬৬ উইকেট। ৪৬০ উইকেট নিয়ে তিনে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ৪৫১ উইকেট নিয়ে চারে আছেন ইমরান তাহির। ৪১৮ উইকেট নিয়ে পাঁচে আছেন সাকিব আল হাসান। ২০০৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ব্রাভোর।
ব্রাভো তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারে ২২টি দলের হয়ে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯১ ম্যাচ খেলে নিয়েছেন ৭৮ উইকেট। বাকি ৫২২টি উইকেট ব্রাভো পেয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলে।