বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনো কিছু দেশ তা দেয়নি কিংবা দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রয়েছে৷
টিউনিশিয়া
ইসরায়েলের সঙ্গে টিউনিশিয়ার কোন আনুষ্ঠানিক শান্তি চুক্তি নেই৷ তবে, দেশটির পাসপোর্ট ব্যবহার করে টিউনিশিয়া ভ্রমণ করা যায়৷ সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক বেশ নাজুক হয়ে উঠেছে৷
সিরিয়া
প্রতিবেশি রাষ্ট্র সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ দুর্বল৷ দু’দেশের মধ্যে গোলাইন হাইটস এলাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে৷
সোমালিয়া
ইসরায়েলের সঙ্গে সোমালিয়ার কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷
সৌদি আরব
সৌদি আরব এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি৷ তবে এই অবস্থা শীঘ্রই বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
কাতার
ইসরায়েলের সঙ্গে কাতারের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে, দু’দেশের মধ্যে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল৷
পাকিস্তান
নানামুখী চাপ সত্ত্বেও ইসরায়েলকে স্বীকৃতি দেয়া থেকে বিরত রয়েছে পাকিস্তান৷ দেশটির পাসপোর্টধারী কেউ পাকিস্তানে প্রবেশও করতে পারে না৷
ওমান
আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ওমান৷ তবে, ১৯৯৬ সাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷
উত্তর কোরিয়া
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানতে নারাজ উত্তর কোরিয়া৷ দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ শত্রুতাপূর্ণ৷
মালয়েশিয়া
মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷ এমনকি দেশটির পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশও করা যায় না৷ তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷
লিবিয়া
আফ্রিকার দেশ লিবিয়ার সঙ্গে ইসরায়েলের কোন সম্পর্ক নেই৷
লেবানন
লেবানন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ অব্যাহত রয়েছে৷ বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে উভয় দেশের জনগণের এক বড় অংশ প্রতিবেশিদের প্রতি বিরূপ ধারনা পোষণ করে৷
কুয়েত
ইসরায়েলের সঙ্গে কুয়েতের সম্পর্ক কখনোই বন্ধুভাবাপন্ন হয়নি৷ ইসরায়েলের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কেউ দেশটিতে প্রবেশ করতে পারেনা৷
ইরাক
২০০৩ সালে ইরাক যুদ্ধের পর ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্কোন্নয়নের চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি৷
ইন্দোনেশিয়া
ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও অনানুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে৷ এমনকি ইসরায়েলিরা চাইলে সিঙ্গাপুর থেকে ভিসা নিয়ে বালিতে যেতে পারেন৷ আর ইন্দোনেশীয়রা তীর্থযাত্রী হিসেবে ইসরায়েলে যেতে পারেন৷
জিবুতি
জিবুতির সঙ্গে কোন আনুষ্ঠানিক কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই ইসরায়েলের৷ অতীতে এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি৷
কোমোরোস
কোমোরোস দ্বীপপুঞ্জের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই৷ তবে, দু’দেশের মধ্যে যৌথ বাণিজ্যিক সম্পর্কের উদাহরণ রয়েছে৷
ব্রুনাই
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ব্রুনাই৷
ভুটান
ইসরায়েলের সঙ্গে ভুটানের কোন কূটনৈতিক সম্পর্ক নেই৷
বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ ইসরায়েলকে এখনো স্বীকৃতি দেয়নি৷ ফলে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনা৷ একইভাবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ইসরায়েলে প্রবেশ করা যায় না৷
আলজেরিয়া
ইসরায়েল আলজেরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও আলজেরিয়া এখনো তা করেনি৷ এমনকি উত্তর আফ্রিকার দেশগুলো যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে, আলজেরিয়া সেদিকে আগায়নি৷
আফগানিস্তান
দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি৷
সূত্রঃ ডয়চে ভেলে