পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটসম্যানদের
র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন। শীর্ষে থাকার দিক দিয়ে সম্প্রতি তিনি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়েছেন।
বিরাট কোহলি এর আগে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১ হাজার ১৩ দিন শীর্ষে ছিলেন। এবার তাকে পেছনে ফেলে বাবর শীর্ষে আছেন ১ হাজার ২৮ দিন ধরে। এর আগে কেভিন পিটারসেন সর্বোচ্চ ৭২৯ দিন টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন।
শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও শীর্ষে আছেন বাবর আজম। তিনিই একমাত্র ব্যাটসম্যান তিনি আইসিসির ব্যাটসম্যানদের সব ফরম্যাটের সব র্যাঙ্কিংয়ের শীর্ষ দশের মধ্যে আছেন।